Sale!

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (হার্ডকভার)। মাজিদা রিফা।

Original price was: ৳  440.00.Current price is: ৳  330.00.

সীরাতের গ্রহণযোগ্য কিতাবসমূহ থেকে চয়িত, ঝরঝরে সাবলীল ভাষায় লিখিত, রাসূল সা. এর জীবনীবিষয়ক গ্রন্থ “মহানবী সা.”। সহজ সরল চিত্তাকর্ষক ভঙ্গিতে গল্পের ভাষায় রচিত নবীজীবনের কাহিনী নিয়ে অসাধারণ এক সীরাতগ্রন্থ।
বইটি পড়তে গিয়ে পাঠক কোথাও বিরক্তবোধ করবেন না। নিজের অজান্তেই হারিয়ে যাবেন সীরাতের অজানা ভুবনে, স্নাত হবেন নবীপ্রেমে। মনে হবে, নতুন করে জানছেন প্রিয় নবীকে…!

Categories: , Tag:

Description

নারীর কলমে রচিত বাংলা সাহিত্যের প্রথম সীরাতগ্রন্থের নাম “স্বর্গের জ্যোতিঃ”। লিখেছেন বেগম সারা তৈফুর। ১৯১৭ সালে বইটি প্রকাশিত হওয়ার পর অনেক প্রশংসিত হয়। অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা। এরপর পেরিয়ে গেছে পুরো এক শতাব্দী। এই একশ বছরে আরো দুয়েকজন নারী রাসূলের প্রতি ভালোবাসা থেকে টুকরো সীরাত রচনা করলেও সেগুলো স্বর্গের জ্যোতিঃর মতো সার্থক হয়ে উঠতে পারেনি।
অবশেষে এক শতাব্দী পর, ২০১৮ সালে নারীর কলমে রচিত হয় আরেকটি সীরাতগ্রন্থ। লেখিকা মাজিদা রিফা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে রচনা করলেন “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”। মাত্র পাঁচশ পৃষ্ঠার ভেতর তিনি সার্থকভাবে ফুটিয়ে তুললেন একজন মহামানবের যাপিত জীবন, সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ মানুষের সীরাত।
যে যমীনে ফুল ফোটে না, বৃষ্টি নামে না, বসন্ত হাসে না, সেখানে কীভাবে আসমান নতশিরে মিলিত হলো- বই শুরু হয়েছে সেই গল্প দিয়ে।
তারপর এক পবিত্র শিশুর আগমনের সুসংবাদ ফেরদাউসের সৌরভের মতো সৃষ্টিজগতে ছড়িয়ে পড়ার গল্প।
সেই পবিত্র শিশুটি বড় হলেন, দায়িত্বপ্রাপ্ত হলেন। পাপাচারের শহরে গড়ে তুললেন চেতনার কাবা। আদর্শশূন্য জাতিকে দিলেন এক মহান আদর্শের বিশ্বস্ত সান্নিধ্য।
এ এক আশ্চর্য আখ্যান।
রূপান্তরের এক বিমুগ্ধ ইতিহাস।
মাজিদা রিফা রচিত “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” এ ইতিহাসেরই শৈল্পিক চিত্রায়ন।
বিভিন্ন উপাখ্যান আর গল্পে বইটা মরূদ্যানের মতো সাজানো। প্রথম উপাখ্যান যামযাম কূপের, ইবরাহিম-ইসমাইল আ. থেকে আবদুল মুত্তালিব। ইতিহাসের ইতিহাস। লেখিকার বর্ণনাভঙ্গির নতুনত্বে শত আসরের শ্রোতাপ্রিয় এই গল্পও হয়ে উঠেছে নতুন।
তারপর জীবন-মৃত্যুর খেলাঘরে, পৃথিবী জুড়ে অন্ধকার, আমিনার আলোশিশু, সৌভাগ্যের পরশমণি, ভালোবাসার ছায়া, চন্দ্রমানবীর রাজপুষ্প, পবিত্র কিতাব, জান্নাতের আহবান এবং আরো অনেকগুলো চমৎকার শিরোনামের বিমুগ্ধ উপাখ্যান।
গল্পের রংয়ে ইতিহাসের প্রাচুর্যময় বর্ণনা বইটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। এ সৌন্দর্য যে কোনো পাঠকমনকে মোহাবিষ্ট করবে। আগ্রহ তৈরি করবে সীরাতের প্রতি।
লেখিকা তার নান্দনিক উপস্থাপনা ও ভাষার মাধুর্যে মরুভূমির এই ইতিহাস নিয়ে নির্মাণ করেছেন এক ছায়াঘেরা মরূদ্যান। আমার বিশ্বাস, ‘মহানবী’র অসংখ্য পাঠক অজস্র মুগ্ধতা নিয়ে এ মরূদ্যানেই কাটিয়ে দেবে তার সহস্র প্রহর।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (হার্ডকভার)। মাজিদা রিফা।”

Your email address will not be published. Required fields are marked *